জমজমাট আয়োজনে অুনষ্ঠিত হল আলোচিত মডেল ও অভিন𝓰েত্রী রাজ রিপার ‘মৃত্যু ১৯’ সিনেমার আনুষ্ঠানিক মহরত। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএফডিসির প্রশাসন ভবনের সামনে বিশাল স্টেজ, বর্ণীল আলোকসজ্জায় মহরতে সেজেছিল সেজেছিল ‘মৃত্যু ১৯’। সিনেমাটি পরিচালনা করছেন তানভীর হাসান।
মহরতে উপস্থিত ছিলেন, ডি এ তায়েব, পরিচালক এফ আই মানিক, প্রযোজক ও পরিচালক ইকবাল হোসেন জয় , চিত্রনায়িকা অঞ্জনা, নায়ক সনিক রহমান, নায়ক শিশির ও রাজ র♛িপা সহ আরো অনেকে।
মহরতে চিত্রনায়িকা রাজ রিপা বলেন, ‘আমার একটি স্বপ্ন ছিল এফডিসিতে বিশাল আয়োজনে আমার সিনেমার মহরত হবে। সেই স্বপ্ন আজ পূরণ হলো ই✅নশাাল্লিাহ। আমি এক্সসাইডেট, আমি খুবই আনন্দিত। সবার দোয়া কামনা করছি সিনেমাটি যেনো সুন্দর ভাবে সুসম্প্ন হয়।’
ঢালিউডের নায়িকা রাজ রিপা। চলচ্চিত্রে অভিষেক হয় রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমার মাধ্যমে। তবে নির্মাতা ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমা🔴য় তিন বছর আগে নাম লিখিয়েছিলেন। তিনি জাজ মাল্টি মিডিয়ার ‘ময়না’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন।