ঢাকাই সিনেমার তারকা দম্পতি চিত্রনায়ক শরীফুল রাজ ও নায়িকা পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা সব সময় তুঙ্গে থাকে। হঠাৎ করেই তাদের মধ্যে মিলে যাওয়ার পরপরই আবার দুজনের সংসারে বিচ্ছেদের গুঞ্জন শোনা🌊 যায়। তবে সেসব গুঞ্জন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন পরীমনির স্বামী শরীফুল রাজ।
সংবাদমাধ্যমকে শরীফুল রাজ বলেন, “আমি ও পরীমনি ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ও✅র জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।”
এই অভিনেতা বলেন, “আমার যা ঘটেনি, তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই, তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিꦺরক্ত।”
দাম্পত্য জীবনে টান🐟াপোড়েনের কারণে বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন রাজ ও পরী। এই দম্𒐪পতির সন্তান রাজ্যর প্রথম জন্মদিন উপলক্ষে ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অনেক তারকার দেখা মিললেও রাজের দেখা মেলেনি।
এদিকে গত সপ্তাহে পরীমনি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টি এম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টি এম ফ🦹িল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি। সেখানেই সন্তা✨নকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী।
এর এক 🍃দিন পরেই রাজধান🔯ীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন রাজ ও পরীমনি, যা নিয়ে শুরু হয় তাদের বিচ্ছেদের গুঞ্জন।