বয়সের সঙ্গে নিজেকে আরও ভাঙতে শুরু করেছেন টালিউডের বুম্বা দা খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলতি বছর ‘জুবিলি’ ও ‘স্কুপ’ ওয়েব সিরিজ দিয়ে সারা ভারতের ✃নজর কেড়েছেন। বর্তমানে পরিচালক সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় প্রবীর রায় চৌধুরীর অবতারে আবারও চমক দিতেও তৈরি তিনি। তবেღ এসব চমকের উর্ধে গিয়ে দীর্ঘ ২৫ বছর পরে আবারও পরিচালকের আসনে বসতে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী প্রসেনজিৎ বলেন, “আমি আবারও🌳 সিনেমা পরিচালনা করব। ইতোমধ্যেই নতুন সিনেমা নিয়ে প্রস্তুতি শুরু করেছি। মানুষ আমাকে মূলত ক্যামেরার সামনেই দেখে এসেছে। তবে আবারও ক্যামেরার নেপথ্যে থেকে নতুন কোনো একটা ꦅগল্প বলব।” চলতি বছরের নভেম্বর মাসেই সিনেমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
সংবাদমাধ্যমটি আরও জানায়, প্র♚সেনজিতের এই নতুন সিনেমা নাকি প্যান ইন্ডিয়ান। বাংলা ছাড়াও আরও কয়েকটা ভাষায় মুক্তি পাবে। তবে এখনও পুরো বিষয়টিই রয়েছে প্রাথমিক অবস্থা🥀য়।
এর আগে পরিচালক হিসাবে দুটি সিনেমা নির্মাণ করেছেন প্রসেনজিৎ। ‘পুরুষোত্তম’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। এতে অভিনয় করেছি🦩লেন দেবশ্রী রায়। ছিলেন প্রসেনজিৎ নিজেও।
১৯৯৮ সালে মুক্তি পায় প্রসেনজিৎ নির্মিত আরেক সিনেমা ‘আমি সেই মেয়ে’। এতে প্রসেনꦇজিৎ ছাড়াও অভিনয় করেছিলেন জয়া প্রদা, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক, অভিষেক চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা।