• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভিন্ন রূপে আসছেন প্রভা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৩:০০ পিএম
ভিন্ন রূপে আসছেন প্রভা

টিভি নাটকের জনপ্রিয় ও আলোচিত-সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়ের তেমন সরব না থাকলেও সামাজিক যোꦯগাযোগ মাধ্যমে তার দেওয়া আলোচিত বিভিন্ন পোস্ট নিয়ে খবরের শিরোনাম হচ্ছিলেন তিনি। তবে সেসব ছাপিয়ে আবারও পর্দায় ব্যস্ত হচ্ছেন তিনি।

আজ বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ‘বিবাহ অ্যাটাক’ নামে প্রভার নতুন ধারাবাহিক নাটক শুরু হবে। সেখানে প্রভা দর্শকের সামনেꦕ হাজির হবেন ভিন্ন রূপে। কমেডি ঘরানার ধারাবাহিক ‘বিবাহ অ্য🐎াটাক’ রচনা করেছেন মারূফ রেহমান। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নাটকটির গল্পে দেখা যায়, রূস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন তাদের জামাই’সহ রূস্তমের বাড়িতেই থাকে। তিন জামাইয়ের প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা। তিন বোন সিদ্ধান্ত নেয়- যে কোনো মূল্যে তাদের একমাত্র ভাই রূস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে কর🅠ার সময় পায়নি। রূস্তমের বিয়ের উদ্যোগে তীব্র বিরোধিতা করে জামাই গ্রূপ। তাদের ধারণা, রূস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না”-এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

এতে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রূমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মো. আবুবকর রোকনসহ অনꦚেকে।

প্রতꩲি সপ্তাহে রোববার ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে ‍‍`বাংলাভিশনে‍‍` প্রচার হবে নাটকটি।

Link copied!