• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মারা গেলেন জনপ্রিয় অভিনেতা ম্যাকক্যাফ্রি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ১০:২১ এএম
মারা গেলেন জনপ্রিয় অভিনেতা ম্যাকক্যাফ্রি
অভিনেতা জেমস ম্যাকক্যাফ্রি। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ‘ম্যাক্স পেনে’ কণ্ঠ দেয়া আমেরিকান অভিনেতা জেমস ম্🍸যাকক্যাফ্রি আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

র এক প্রতিবেদনে জানানো হয়েছে, জনপ্রিয় ভিডিও গে🐓ম ফ্র্যাঞ্চাইজি ম্যাক্স পেনের জন্য কণ্ঠ দেওয়ার জন্য জনপ্রিয় অভিনেতা জেমস ম্যাকক্যাফ্রি মারা গেছেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। ম্যাকক্যাফ্রির প্রতিভা ไএজেন্ট ডেভিড এলিয়ট জানিয়েছে নিউইয়র্কের বসবাসরত অবস্থায় রোববার (১৭ ডিসেম্বর) তিনি মারা গেছেন।

অভিনেতা রোচেল বোস্ট্রম গণমাধ্যমকে জানিয়েছেন, ম্যাকক্যাফ্রি ম্যানহাটনের নিউইয়র্ক শহরতলির লার্চমন্টের বাড়িতে মারা গেছেন।&n෴bsp;

অভিনেতার নিউইয়র্কের সহকর্মী, ভক্তসহ ‘এনটুরেজ’ তারকা কেভিন ডিলন ম্যাকক্যাফ্রিকে সম্মান জানাতে সামাজিক যোগাযোগমা🃏ধ্যমে বিভিন্ন পোস্ট করেছেন। ম্যাকক্যাফ্রি টেলিভিশন এবং চলচ্চিত্র জগতে ৩৫ বছর ধরে কাজ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য টেলিভিশন শো ছিল, ‘ব্লু ব্লাডস’ এবং ‘স্যুট﷽স’।

Link copied!