• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পিয়া জানান, তার ক্যারিয়ারে মায়ের অবদান অনেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০৩:৪০ পিএম
পিয়া জানান, তার ক্যারিয়ারে মায়ের অবদান অনেক

যার মাধ্যমে ভূমিষ্ট হওয়া তিনি আর কেউ নন🌊, তিনি আমাদের ‘মা’। তাই মাকে ভালোবাসা ও সম্মান জানানোর বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। তবুও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। আজ বিশ্🔜ব মা দিবস। মা নামক ছোট্ট শব্দটির তাৎপর্য ব্যাখ্যা করার ক্ষমতা কারো নেই!

বিশেষ এই দিনে মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রꦦকাশ করেছেন অনꦜেক তারকারা।

পৃথিবীর সব সন্তানের কাছেই মায়ের প্রতি ভালোবাসাটা একইরকম। এই দিবসে জনপ্🎃রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল বলেন, ‘অনেকে বলেন, বি‌য়ে কর‌লে ক‌্যা‌রিয়ার শেষ। আর মা হ‌লে ক‌্যা‌রিয়ারে আরো ভাটা প‌ড়ে যা‌য়। বি‌শেষ ক‌রে আমা‌দের পেশায় যারা আছেন। আস‌লে সব‌কিছু য‌দি ব‌্যা‌লেন্স ক‌রে চলা যায়, ত‌বে আমি ম‌নে ক‌রি এটি আশীর্বাদ। আগে আমি যেখা‌নে ছিলাম, মা হওয়ার প‌রে সেখা‌নেই আছি। ক‌্যা‌রিয়ার অবশ‌্যই গুরুত্বপূর্ণ। কিন্তু প‌রিবা‌রের চে‌য়ে বে‌শি নয়। মা হওয়ার পর এই বিষয়‌টি নতুন ক‌রে অনুধ‌াবন কর𓆉‌তে পার‌ছি।’

পিয়ার ক্যারিয়ারে অনেক অবদান রয়েছে তার মায়ের। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমিও এক মা‌য়ের সন্তান। তার ভা‌লোবাসা, আদর য‌ত্নে বড় হ‌য়ে‌ছি। আমার ক‌্যা‌রিয়া‌রের যে বর্তমান অবস্থান তা‌তেও মা‌য়ের অবদান অনেক। প‌রিবার থে‌কে সব‌চে‌য়ে বে‌শি অবদান আমার মা‌য়ের। টি‌নেজ বয়স খুবই স্পর্শকাতর। ওই সম‌য়ে আমার মা‌কে ছাড়া আর কা‌রো সা‌পোর্ট পাইনি। এখ‌নো কো‌নো কিছু ভা‌লো না লাগ‌লে আমার মা আমা‌কে বোঝায়। জীব‌নে এটা খুবই গুরুত্বপূর্ণ।’
 

Link copied!