• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেসবুক স্ট্যাটাসে ময়ূরীর বিস্ফোরক মন্তব্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০৯:১৭ এএম
ফেসবুক স্ট্যাটাসে ময়ূরীর বিস্ফোরক মন্তব্য
ময়ূরী। ছবি : সংগৃহীত

ঢাকা সিনেমার একসময়ের আলোচিত নায়িকা ময়ূরী। শিল্পী সমিতির নির্বাচন নাকি এখন রাস্তার লোকজন করছেন, তা-ও আবার সাধারণ সম্পাদকের মতো পদে ইলে﷽কশন করছেন, এমনটাই বললেন চিত্রনায়িকা ময়ূরী। নিজের ফে🌊সবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ কথা বললেন।

এই অভিনেত্রী বলেন, “শিল্পী সমিতির নির্বাচনে এখন রাস্তাঘাটের লোকজনও ইলেকশন কর😼ছে তা-ও🐈 আবার সাধারণ সম্পাদক।”

অনেকেই ভাবতে পারেন কাকে নিয়ে তিনি মন্তব্য করলেন? নিপুণ নাকি ডিপজলকে নিয়ে। মোটেও না এই পদে আরও একজন নির্বাচন করছেন। তার নাম শ্রাবণ শাহ। এই শ্রাবণ শাহের সদস্যপদ বাতিল করেছিলেন নিপুণ। পরে সদস্যপদ পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য মনোয়নপত্র দাখিল করেন। 
চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন ময়ূরী নাম উল্লেখ না করলেও শ্রাবণ শাহকে নিয়ে এই মন্তব্য করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, একসময় ময়ূরী ও শ্রাবণ শাহ একই সঙ্গে বিভিন্ন মঞ্চে কাজ করতেন। দুজনের মধ্যে শোনা যায় হ💛ৃদ্যতাও গড়ে উঠেছিল। সে সম্পর্ক ভেঙে যায়। তাই শ্🐼রাবণ শাহর এই নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন তিনি।

Link copied!