• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘প্যারাসাইট‍‍’ সিনেমার অভিনেতা সান-কিয়ুনের মৃতদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ১১:৫৬ এএম
‘প্যারাসাইট‍‍’ সিনেমার অভিনেতা সান-কিয়ুনের মৃতদেহ উদ্ধার
অস্কারজয়ী সিনেমা প্যারাসাইটের অভিনেতা লি-সান। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার অস্কারজয়ী সিনেমা প্যারাসাইটের অভিনেতা লি-সান কিয়ুনকে মৃতꦐ অবস্থায় পাওয়া গেছে।  বুধবার (২৭ ডিসেম্বর) সকালে তার গাড়ির ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর বিবিসি।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, কোরিয়ার জনপ্রিয় এই অভিনেতাকে বুধবার (২৭ ডিসেম্𝓰বর) সিউলের একটি পার্কে রাখা গাড়ির ভেতর অচেতন অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন এমনটা ধারণা করা হচ্ছে, তবে পুলিশ তদন্তের পর বিষয়টি 🌸নিশ্চিত করবে।

গত অক্টোবর থেকে ৪৮ বছর বয়সী এই অভিন💃েতার বিরুদ্ধে মাদকগ্রহণের অভিযোগে তদন্ত চলছিল।

২০১০ সাল থ⭕েকে কোরীয় সিনেমা, ড্র♔ামা সিরিজে নামকরা লি-সান ইয়ুন। ২০১৯ সালে মুক্তি পায় বং জুন হো পরিচালিত ‌‘প্যারাসাইট’। যেখানে দেখানো হয় ধনাঢ্য পার্ক পরিবারে নানা কৌশলে অনুপ্রবেশ করে নিজেদের জীবন বদলের পথ খোঁজেন একটি দরিদ্র পরিবারের সদস্যরা। সিনেমাটি ২০২০ সালে বিদেশি ভাষার প্রথম কোনো চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার লাভ করে।

অস্কারপ্রাপ্ত এই সিনেমায় ধনাঢ্য 🔯পরিবারের প্রধান চরিত্রে অভিনয় করেন লি সান-কিউন। এ চরিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড♍ পুরস্কার পান।

Link copied!