• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘বড়লোকের বিটি লো’ গানের রচয়িতা পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ০১:২৮ পিএম
‘বড়লোকের বিটি লো’ গানের রচয়িতা পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার
‘বড়লোকের বিটি লো’ গানের রচয়িতা রতন কাহার । ছবি: সংগৃহীত

‘বড়লোকের বিটি লো’ গানের রচয়িতা  রতন কাহার পেতে যাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার। খুব সাধারণ গ্রামীণ ভাষার গানটি মন কাড়ে বলিউডের নামকরা তারকা✱দেরও। সেই জনপ্রিয় গানের রচয়িতা রতন কাহারই পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার।

ভারতের কেন্দ্রীয🌜় সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানানো হয় শিল্পীকে।  

৮৮ বছর বয়সী রতন কা♕হারকে পদ্মশ্রী সম্মান দেওয়ার জন্য নির্বাচিত করার পর রতন কাহার সাংবাদিকদের জানান, ‘আমি খুব আনন্দিত ও গর্বিত। ’ তিনি আরও বলেন, পদ্মশ্রী পদক পাওয়ার আগে তিনি সাধারণ মানুষ ছাড়া সেইভাবে কারো সম্মান পাননি।

চলতি বছর ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে সর্বমোট ৩৪ জনকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করার জন্য। এই ৩৪ জনের মধ্যে জায়গা পেয়েছেন বীরভূমের ভাদু লোক সংগীত গায়ক রতন কাহার। রতন কাহারকে পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নেওয়ার কথা ছড়িয়ে পড়তেই লাল মাটির জেলা বীরভূমের বাসিন্দাদের মধ্যে আনন্দ♑ের সীমা নেই।

১৯৫৪ সাল থেকে ভারতে পদ্ম সম্মাননা বা পুরস্কার চালু হয়েছে। এই পুরস্কারের লক্ষ্য অনন্য কাজকে স্বীকৃতিܫ দেওয়া। শিল্প, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও কারিগরি, জনপরিসর, নাগরিক পরিষেবা, শিল্প ও বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে অসামান্য ও ব্যতিক্রমী কাজের জন্য এই পুরস্কার দ💞েওয়া হয়। 

Link copied!