বছরের শেষ দিনে প্রকাশ্যে আসছে মুহাম্মদ মোস্তফা ক🦩ামাল রাজের সিনেমা ‘ওমরে’র প্রথম লুক। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। এছাড়া আরও আছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, “গত সেপ্টেম্বর মাসে টানা ২৫ দিন ‘ওমরে’ সিনেমার শুটিং করেছি। সিন🐼েমার শুটিংয়ের আগে ঠিক করেছিলাম কাউকে কোনো ছবি তুলতে দেওয়া হবে না। ইউনিটের সবাই এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে। শুটিংয়ের পর ডাবিং এর কাজ শেষ, এখন চলছে বাকি সম্পাদনার কাজ। আগামী ৩১ ডিসেম্বর সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হবে। এরপর কোনো উৎসবে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।”
দী🌌💙র্ঘ পাঁচ বছর ‘ওমরে’ দিয়ে সিনেমা নির্মাণে ফিরছেন রাজের। এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন এই নির্মাতা। এর মধ্যে তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
‘ওমরে’ সিনেমার চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে `মাস্টার কমিউন𓆉িকেশনস🏅`র ব্যানারে।