• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার হিরো আলম ও মামুনুর রশীদ প্রসঙ্গে ওমর সানী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০১:৫২ পিএম
এবার হিরো আলম ও মামুনুর রশীদ প্রসঙ্গে ওমর সানী

আলোচ🧜িত, সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা থামছে না। সোমবার তার সম্পর্কে নাট্যজন মামুনুর রশীদ বলেছেন, রুচির দুর্ভিক্ষের কারণে হিরো আলমের সৃষ্টি হয়েছে। পরদিন মঙ্গলবার এ বক্তব্যের জবাব দেন হিরো আলম। তার ভাষ্য, ১৮ কোটি মানুষের দেশে রুচির দুর্ভিক্ষের কারণ হিসেবে একমাত্র তাকে দায়ী করা যায় না। যারা রুচিবান রূপে নিজেদের দাবি করেন তাদের𓆏ও অনেক দায় রয়েছে।

এরপর মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিরো আলমের পক্ষ নিয়ে একটি লেখা পোস্ট করেন ঢাকাই ছবির তার☂কা ওমর সানী।

ফেসবুক পোস্টে ওমর সানী মামুনুর রশীদকে উদ্দেশ্য ক🎃রে লিখেছেন—

“শুধু আলমের নাম নিলেন বড় ভাই মামুনুর রশী🐟দ, এ রকম তো সংগীতে আছ𓃲ে, অভিনয়ে আছে, কলাতে আছে, লেখনিতে আছে, রাজনীতির মঞ্চে আছে, ওনাদের নাম নিতে ভয় লাগে, শুধু পাইছেন মাটির গন্ধওয়ালা হিরো আলমকে। আর ওনারা আতর মাখে, তাই নাম নেন নাই বড় ভাই (স্যার)।”

তবে ওমর সানীর এমন পোস্টের পর মামুনুর রশীদ ও হিরো আলমের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
 

Link copied!