আলোচিত, সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা থামছে না। সোমবার তার সম্পর্কে নাট্যজন ඣমামুনুর রশীদ বলেছেন, রুচির দুর্ভিক্ষের কারণে হিরো আলমের সৃষ্টি হয়েছে। পরদিন মঙ্গলবার এ বক্তব্যের জবাব দেন হিরো আলম। তার ভাষ্য, ১৮ কোটি মানুষের দেশে রুচির দুর্ভিক্ষের কারণ হিসেবে একমাত্র তাকে দায়ী করা যায় না। যারা রুচিবান রূপে নিজেদের দাবি করেন তাদেরও অনেক দায় রয়েছে।
এরপর𝔍 মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে হিরো আলমের পক্ষ নিয়ে একটি লেখা পোস্ট করেন ঢাকাই ছবির তারকা ওমর সানী।
ফেসবুক পোস্টে ওমর সানী মౠামুনুর রশীদকে উদ্দেশ্꧑য করে লিখেছেন—
“শুধু আলমের নাম নিলেন বড় ভাই মামুনুর রশীদ, এ রকম তো সংগীতে আছে, অভিনয়ে আছে, কলাতে আছে, লেখনিতে আছে, রাজনীতির মঞ্চে আছে, ওনাদের নাম নি❀তে ভয় লাগে, শুধু পাইছেন মাটির গন্ধওয়ালা হিরো আলমকে। আর ওনারা আতর মাখে, তꦚাই নাম নেন নাই বড় ভাই (স্যার)।”
তবে ওমর সানীর এমন পোস্টের পর মামুনুর রশীদ ও হিরো আলমের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।