• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ওমর সানী বললেন, ‘আসেন খেলি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩, ০৩:১৩ পিএম
এবার ওমর সানী বললেন, ‘আসেন খেলি’

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যম𝔍ে বেশ সক্রিয়। যে কোনো ইস্যুতে মুখ খোলেন এ নাꩵয়ক। তার মন্তব্যকে কেন্দ্র করে নানান প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। এবারও এক পরামর্শ দিতে দেখা গেল নব্বই দশকের জনপ্রিয় এই নায়ককে।

বুধবার (১২ জুলাই) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘‘ঈদ গ🌃েছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিꦡয়র।’’

তাদের সময়ের চলচ্চিত্রগুলোর কেমಌন পরিস্থিতি ছিল, ব্যবসা কেমন ছিল- সেসব উল্লেখ করে ‘খেলার’ ডাক দিলেন এই অভিনেতা। বললꩵেন, ‘আসেন খেলি।’

ওমন সানী আরও বলেন, ‘‘রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, বাপ্পা রাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনুর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপ🦄জল ও হুমায়ুন ফরিদী–এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত।’’

এ ൲নায়ক আরও লেখেন, ‘এক ঈদের স্টার, মেগাস্টার💖, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, ২ ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’

সর্বশেষ ওমর সানীকে শুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায়। এতে ওমর সানী ছাড়াও অন্যান্য গ🌳ুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুলဣ হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।



 

Link copied!