• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে, আমি তো এটা করিনি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৩:১৯ পিএম
‘এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে, আমি তো এটা করিনি’
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি: ফেসবুক থেকে

অল্💧প সময়ের মধ্যে আমি কী🎐 করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কিনা, সে আমাকে এভাবে ভালোবাসবে কিনা বা আমিও বাসব কিনা, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ। বিয়ের পর দাম্পত্য জীবন নিয়ে এভাবেই বলছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার 🍸শাড়িতে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। পেশায় ব্যবসায়ী চমকের ♉স্বামী আজমান নাসির এর আগেও দুইটি বিয়ে করেছেন। যা সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

অভিনেত্রীর স্বামীর প্রথম দুই সংসারে সন্তানও রয়েছে। তবে সেই দুই সংসার🦄ে ভাঙনের পরই অভিনেত্রীর গলায় মালা দিয়েছেন তিনি। সম্প্রতি এক ভিডিওবার্তায় এমনটাই দাবি করেছেন চমকের স্বামী আজমান নাসির।

জানা গেছে, ২০০৮ সালে প্রথম বিয়ে করেন ন⛦াসির। তার স্ত্রীর নাম সামান্তা ইসলাম। ২০১১ সালের নভেম্বরে তাদে𒐪র ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালেই সেই সংসারে বিচ্ছেদ হয়।

প্রথম সংসারে ভাঙনের পর লামিয়া ফারহিন নামে একজনের সঙ্গে সম্পর্কে জড়🅠ান নাসির। ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। সে ঘরেও একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে দ্বিতীয় সংসারও টেকেনি।

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী চমকের সঙ্গে পরিচয় হয় এই ব্যবসায়ীর। চলতি বছরের শুরু থেকেই চুটিয়ে প্রেম করেছেন দু’জন। গেল মাসে বাগদানের পরে শ্📖রীলঙ্কায় উড়াল দেন এই জুটি। সেখান থেকে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেন।

তবে নিজের প্রথম দুই বিয়ের খবর প্র﷽কাশ্যে আসার পরে বিপাকে পড়েছেন অভিনেত্রীর স্বামী। এক ভিডিওবার্তায় নাসির বলেছেন, নিজের অতীত নিয়ে সংবাদ প্রচারের পর স্ত্রী চমকের সামনে দাঁড়াতে পারছেন না তিনি।

আজমান✱ নাসির বলেন, ‘আমার ডিভোর্সের অনেক পরে চমকের সঙ𝔉্গে পরিচয়। আমাদের প্রেম হয়, তারপর ইসলামি শরিয়তে বিয়ে করি।’

চমককে একজন অসাধারণ নারী দাবꦬি করে তার স্বামী বলেন, ‘চমক একজন অসাধারণ মেয়ে, মনে হয় না তাকে কোনো পুরুষ প্রত্যাখান করবে। আমি খুব সাধারণ একজন পুরুষ, তবুও চমক আমাকে বিয়ে করেছে। এটা হয়তো আমার কোনো পূণ্যর জন্যই হয়েছে। তবুও নিউজে তাকে ছোট করা হচ্ছে।’

বিয়ে করে অপরাধ করেননি মন্তব্য করে নাসির বলেন, ‘আমার দুইটা ডিভোর্স হওয়ার পরে চমককে বিয়ে করেছি এটা কি আমার অপরাধ? এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমি তো এটা করিনি। আমি বিয়ে করেছি। তবুও আপনারা যেভাবে নিউজ করেছেন, মনে হয় না আমরা আর বেশিদিন সুখে শান্তিতে থাকতে পারব। আপনারা যেভাবে বলছেন, ৯ দিনও থাকব🐠ে না সংসার। আপনারা কি এটাই চান? এটাই কি সমাধান?’

নিজের প্রথম দুই বিয়েতে প্রতারণার শিকার 💟হয়েছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমার দুইটা বিয়ে ভাঙার পরে ভরসাই নষ্ট হয়ে যায়। মেয়েরা কি পরিমাণ প্রতারক হতে পারে সেটা বুঝতে পারি। তবে চমকের সঙ্গে পরিচয় হওয়ার পরে মনে হয়েছে, সব মেয়েরা একরকম হয় না।’

নিজের অতীতকে কুৎসিত মন্তব্য করে অভিনেত্রীর স্বামী বলেন, ‘আমার কুৎসিত অতীত কখনোই চমকের সামনে আনতে চাইনি। কিন্তু এখন বারবার আমার অতীত তার সামনে চলে আসছে। আমি চমকের সামনে দাঁড়াতে পারছি না। আꦇপনারা দয়াকরে🐻 আমাদের ভালো থাকতে দিন।’

এর আগে গত মাসে নিজের বিয়ের খবর জানান চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি লেখেন,  ‘আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। কাজেই আমরা মাত্র নয় টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। ক💃ারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটাও বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনও পরিমাপ করা যাবে না।’

অভিনেত্রী আরও বলেন, ‘খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হ🐠য়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি। যতটা ছিমছাম রাখা যায় আরকি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইলো।’

Link copied!