আমদাবাদের আইআইমে ভর্তি হয়েছেন বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের নাত🌺নি নব্যা নভেলি নন্দ। তার পর থেকেই আলোচনা-বিতর্কের কেন্দ্রে তিনি। কেউ তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার আগ্রহ দেখিয়েছেন তার পেশা নির্বাচন নিয়ে। নব্যার সম্পত্তি নিয়েও কম কৌতূহল জাগেনি নেটব্যবহারকারীদের মনে।
অমিতাভ ও জয়া বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দ। শ্বেতার কন্যা নব্যা। শ্বেতার পুত্র অগস্ত্য নন্দ পরিবারের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে নামলেও 💃নব্যা তা থেকে শতহস্ত দূরে রয়েছেন।
১৯৯৭ সালের ডিসেম্বর মাসে জন্ম নব্যার। নিউইয়র্ক সিটির একটি বিশ্𒐪ববিদ্যালয় থেকে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ইউএক্স ডিজাইন নিয়ে স্নাতক হয়েছে💎ন নব্যা।
স্নাতক হওয়ার🅘 পর কিছুদিন পড়াশোনা থেকে বিরতি নেন নব্যা। নিজের পডকাস্ট শুরু করেছিলেন তিনি। জয়া ও শ্বেতা দুজনেই তার শোয়ে অতিথি 🎀হয়ে আসেন। নব্যার পিতা নিখিল নন্দ শিল্পপতি। নিখিলের সংস্থার অন্যতম অংশীদার নব্যা।
নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন নব্যা। নিজের নামে একটি অসরকারি সংস্থা গড়ে তুলেছেন তিনি।
লিঙ্গসাম্য থেকে শু🅺রু করে নারীไদের স্বাস্থ্য, অর্থনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা নিয়ে দেশজুড়ে কাজ করেছেন নব্যা।
জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এবং লিঙ্গসাম্য নিয়ে বিস্তারে 🏅আলোচনা করতে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন নব্যা🦩।
নিজের পডকাস্ট শোয়ে নারীবাদ এবং সমাজের নানা দিক 💎নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে নব্যাকে।
নব্যার পিতা নিখিলের সংস্থার বাজারমূল্য ৪🐓০ হাজার কোটি টাকা। সেই সংস্থার কৃষি বিভাগে ০.০২ শতাংশ, অর্থাৎ আট কোটি টাকা মূল্যের অংশীদারি রয়েছে নব্যার।
চেন্নাইয়ে নিখিলের সংস্থার যে দফতর রয়েছে, সেখানে কিছু দিন চাকর𝄹িও করেছেন নব্যা।
এক পুরোনো সাক্ষাৎকারে নব্যা জানিয়েছিলেন যে ভবিষ্যতে তিনি এমন কিছু করতে চান, যার ফলে দেশের কৃষি𝔍ব্যবস্থার উন্নতি 𝓀হয়।
পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব সংস্থা থেকে আয় করেছেন নব্যা। বলিপাড়া সূত্রে খবর, ৬০ কোটি টাকার সম্পত্ত𒁃ির মালিক তিনি।
নিখিলের সংস্থার অন্তর্গত একটি কারখান𓂃া রয়েছে মধ্যপ্রদেশে। কাজের সূত্রে সেখানেও যাতায়াত করেন নব্যা।
মুম্বইয়ের জুহু এলাকায় ‘প্রতীক্ষা’ নামে একটি বিলাসবহুল বাংলো রয়েছে অমিতাভ ও জয়ার। উত্তরাধিকার সূত্রে তা শ্বেতা মাꦚরফত নব্যা এবং অগস্ত্যের পাওয়ার কথা।
১৭ ꦬহাজার বর্গফুটের ‘প্রতীক্ষা’ বাংলোটির বাজারমূল্য ৫০ কোটি টাকা বলে কানাঘুষা শোনা যায়।
মুম্বাই, দিল্লি 💦ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় ব্যবস🤡া করেন নিখিল। একাংশের দাবি, পড়াশোনা শেষ করে সেই ব্যবসা সামলানোর দায়িত্ব পালন করার সম্ভাবনা রয়েছে নব্যার।