ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের গান বিকৃতির অভিযোগ উঠেছে। ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজাকৃষ্ণ মেনন ‘পিপ্পা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এতে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহ🎃ার করা হয়েছে। নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন এ আর রহমাꦍন।
এ প্রসঙ্গে চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু এক ফেসবুক পোস্টে লেখেন, “বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটি নিয়ে এ আর রহমান যা করেছেন, তাকে বলা যায় ‘খোদার উপর খোদকারী’। গানের স্বত্ব না থাকলেও এই গানের সুর, তাল, লয় পরিবর্তন করার ধৃষ্টতা রহমান দেখাতে পারেন না। কারণ নজরুল গানটি আদৌ ওভাবে তৈরিই করেননি। এটা রহমানের বিকৃতি। রহমান নিজেও তার গানের বিকৃতিকে মেনে নღেবেন না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাহিনিকে অবলম্বন করে সম্প্রতি মুক্তি পাওয়া ‘পিপ্পা’ সিনেমায় গানটি ব্যবহৃত হয়েছে। এটি শুনে বর্তমান প্রজন্ম রহমানের গানকে ভাববে নজরুলের সৃষ্টি! পুরনো প্রতিষ্ঠিত কাজকে নতুন করে উপস্থাপন করা অন্যায় নয়, তবে আত্মীকরণের নামে বিকৃত করা অপরাধ।”
দেশের এই চলচ্চিত্র সমালোচক আরও লেখেন, “আমার মতে উল্লিখিত গানটির সফল প্রয়োগ হয়েছিল ১৯৭০ সালে, জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রে। গানের যে মর্মবাণী তা সঙ্গীতের ঝঙ্কারে ও গায়কীর অলঙ্কারে সেখানে যথাযথভাবে প্রকাশ পেয়েছে। সেজন্য ওই ছবির সংগীত পরিচালক খান আতাউর রহমান ধন্যবাদার্হ। এ. র🐲হমান যদি ওই রহমানের কাজ একটু দেখে নিতেন, তবে গানটির প্রতি তিনি এতোটা বেরহম হতেন না বলে আমার বিশ্বাস।”
‘পিপ্পা’ সিনেমাটির গল্প ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্তর্বর্তী সময়ে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ নিয়ে। ৪৫ তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতাকে ঘিরে এগিয়েছে গল্প, যিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়🔴 তার ভাইয়ের সঙ্গে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। এতে অভিনয় করেছেন–ইশান খাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু।