ঈদুল আজহায় পর্দায় মুখোমুখি হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এবার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’এবং বুবলীর ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’ সিনেমা। শাকিব ও বুবলী প্রসঙ্গ আসলেই তাদের সংসার জীবনের বিষয়টি সামনে চলে আসে। এবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংসারিক জীবনের নানান𓃲 প্রশ্নের উত্তর দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শা🎃কিব খানের সঙ্গে যোগাযোগ হয় কিনা এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, “এ বিষয়ে আমি কথা বলতে চাই না। একদমই কথা বলতে চাই না।”
এবার ঈদে একমাত্র ছেলে বীরকে নিয়ে তার বাবার বাসায় যাওয়া হবে কিনা? এ প্রসঙ্গে বুবলী বলেন, “বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বা🌠বা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-ম𝓡ায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই।”
চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে তার নায়ক মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচিালিত ‘ক্যাসিনো’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। দুটো ছবি নিয়েই আশাবাদী এ নায়িকা।