যার মাধ্যমে ভূমিষ্ট হওয়া তিনি আর কেউ নন, তিনি আমাদের ‘মা’। তাই মাকে ভালোবাসা ও সম্মান জানানোর বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। তবুও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস পালন করা হয়। আজ বিশ্ব মা দিবস। মা নামক ছোট্ট শব্দটির তা🏅ৎপর্য ব্যাখ্যা করার ক্ষমꦅতা কারো নেই!
বিশেষ এই দিনে মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন অনেক তারকারা। জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী মা দিবসে মায়ের স্মরণে বলেন, ‘মা-বাবার প্রথম সন্তান হিসাবে জন্মের পর থেকেই অনেক আদর-স্নেহ-মায়া- মমতায় আমি বেড়ে উঠেছি। আমার কাছে মনে হয়, মা আমাকে একটু বেশিই ভালোবাসতেন। তাই কখনোই আমাকে চোখের আড়াল হতে দিতেন না। আমি যখন মিডিয়ার সঙ🌠্গে নিজে সম্পৃক্ত হলাম আমার প্রয়াত বাবার পাশাপাশি মাও প্রতিটি মুহূর্তে আমাকে উৎসাহ দিতেন। ভালোবাসার মায়াজালেই মাকে সারা জীবন আমার কাছে রাখতে চাই। কিন্তু ম😼া দীর্ঘদিন দেশে নেই। তারপরও যেখানে আছেন যেন সুস্থ থাকেন, ভালো থাকেন-এ দোয়া করি।’
মৌসুমী নিজে দুই সন্তানের জননী। এক ছেলে ও এক মেয়েকে ন♏িয়ে তার সুখের সংসার। এর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ওমর সানি।