‘পাখওয়াজ ওস্তাদ’ হিসেবে পরিচিত সংগীতজ্ঞ পণ্ডিত ভ⛦বানী শঙ্কর মারা গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) মারা যান জনপ্রিয় এই সংগীতজ্ঞ। মৃত্যুর সময় তার🎀 বয়স হয়েছিল ৬৭ বছর। ভবানী শঙ্করের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, গত ২৬ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই শ্বা✤সের সমস্যা হচ্ছিল। ওইদিনই ভর্তি করা হয় হাসপাতালে তাকে। শুরু হয় চিকিৎসাও। তবে ধীরে ধীরে কিডনি-সহ শরীরের একেধিক অঙ𓂃্গপ্রতঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এরপর পণ্ডিত ভবানী শঙ্কর রাখা হয়েছিল ভেন্টিলেটরেও। শনিবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন।
পণ্ডিতের শেষকৃত্য রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে পশ্চিম বোরিভালিতে অনুষ্ঠিত হয়েছে। এই সময়ের মধ্যে ভবানী শঙ্করের মরদেহ তার বাড়িতে রাখা হয়েছে যেখানে শে♏ষ শ্রদ্ধা জানাতে আসবেন সংগীত জগতের তারকারা।
১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন পণ্ডিত ভবানী শঙ্কর। ছোটবেলা থেকেই সুরের মাঝে বড় হয়ে ওঠা তার। মাত্র আট বছর বয়স থেকে তাল♎িম নেওয়া শুরু করেছিলেন তবলা আর পাখওয়াজে। তার বাবা বাবুলালজি ছিলেন একজন বিখ্যাত কত্থক শিল্পী।