ভাওয়াইয়া, পল্লীগীতি, লোকগীতির স্বনামধন্য কণ্ঠশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা নাܫদিরা বেগম মারা গেছেন। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধ🍒ীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ম🐽ঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নাদিরা বেগমের মরদেহ নেওয়া হয় জয়পুরহাটে। এই বীর মুক্তিযোদ্ধাকে জয়পুরহাট সদরের রামদেও বজলা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর তার পৈতৃক নিবাস জয়পুরহাট সদরের দাদরা জন্তি গ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শিল্পীকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
‘কল কল ছল ছল নদী করে টলমল...’ ছাড়াও আরো অনেক বিখ্যাত গানের গীতিকার ও সুরকার এ কে এম আবদুল ♓আজিজের সুযোগ্য কন্যা নাদিরা বেগম। ১৯৬০ সালে রেডিওতে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। এছাড়া ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন গুণী এই সংগীতশিল্পী।