বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সোমবার (২৭ নভেওম্বর) বিকেলে বিএনএমের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। রাতে বিএনএমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ডলি সায়ন্তনী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুইবারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুꦚরী গ্রুপ অফ ইন্ডা♊স্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, তরুণ উদ্যোক্তা ও বাংলাদেশ-জাপান চেম্বারের সদস্যসহ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন নেতাকর্মী বিএনএমে যোগ দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মহাসচিব ও দলীয় মুখপাত্র𝓡 ড. মো. শাহ্জাহান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন তারা। ডলি সায়ন্তিনী বিএনএমে যোগ দিয়ে পাবনা-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্র꧒হ করেন।
নতুন দলে যোগ দিয়ে ডলি সায়ন্তনী সংবাদমাধ্যমকে বলেন, “পাবনা🍸-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।”
এর আগে গত ১০ আগস্ট নির্ব💯াচন কমিশনের নিবন্ধন পায় বিএনএম। দলটির প্রতী✨ক হচ্ছে নোঙর।