বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই মুহূর্তে সিনে দুনিয়ার সবচেয়ে সফল ও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। মনোমুগ্ধকর অভিনয় দিয়ে লা♕খো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আলিয়া।
গেলো ৬ নভেম্বর জীবনের নতুন এক অধ্যায়ে যাত্রা শু﷽রু করেছেন অলিয়া। মা হয়েছেন তিনি। যদি⛎ও এখনও ছোট্ট সোনামনির মুখ দেখাননি অভিনেত্রী।
এক সাജক্ষাৎকারে কথা বললেন যদি বড় হয়ে তার মেয়ে নায়িকা হতে চায় তাহলে কী করবেন। এমনকী, কবে মেয়েকে লোকচক্ষুর সামনে আনবেন তা ন🅠িয়েও কথা বললেন।
আলিয়া বলেন , “আমি একটু উদ্বিগ্ন মেয়েকে লোকচক্ষুর সামনে নিয়ে আসা নিয়ে। আমি এই নিয়ে আমার পরিবার, বন্ধু, বরের সঙ্গেও কথা বলেছি। আমি আসলে চাই না আমার বাচ্চার জীবনে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটুক। এই জীবনটা আমি বেছে🥀ছি, হতে পারে ☂আমার সন্তান বড় হয়ে এই পথে আসলো না। এসব নিয়েই আমি একটু চিন্তিত।”
নায়িকা আরও বলেন, “আমার মনে হয় না এটা এমন একটা জিনিস যা এখন থেকেই প্ল্যান করা সম্ভব বা বলা সম্ভব। আমি কোনো নির্দিষ্ট ভাবনা রাখꦗতে চাই না মনে। কোনো কিছু আশা করে রাখব আর পরে নিরাশ ജহতে হবে, তাই সেটা খালি রাখাই এখন ভালো।”
চলতি বছরের ১৪ এপ্রিল চার হাত এক🔜 হয়েছিল রণবীর কাপু𝓰র আর আলিয়া ভাটের।
সূত্র: হিন্দুস্তান টাইমস