দেশের জনপ্রিয় অভিনেতা মোশারর করিম দর্শকদের হৃদয়ে গেঁথে আছেন। বর্তমানে দেশের সঙ্গে পাল্লা দিয়ে টালিউডেও বেশ সুনাম অর্জন করেছেন তিনি। ওপার বাংলায় দুটি সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এর মধ্যে একটি সিনেমা মুক্তি পেয়েছে। আরেকটি সামনে মুক্তি পাবে। এর মাঝেই একটি ওয়েব সিরিজে কাজের বিষয়ে পাকা কথা দিয়ে ফেলেছেন এ অভি𓂃নেতা।
জানা গেছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সামাজিক 🍬উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে ꧑ওয়েব সিরিজ বানাবেন অরিন্দম শীল। এতে প্রধান চরিত্র হাজারি ঠাকুরের চরিত্রে তিনি বেছে নিয়েছেন মোশাররফ করিমকে। উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সময়ের আলোকে লিখেছিলেন, সেটাই তুলে ধরা হবে। অরিন্দমের মতে, পিরিয়ড ড্রামা না করলে লেখকের লেখার নির্যাসকে ঠিকমতো তুলে ধরা যাবে না।
এতে আরও অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। তার চরিত্🦄রের নাম পদ্ম ঝি। এ ছাড়া আছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ঊষসী রায়।
ওয়েব সিরিজটি প্রযোজনা করবে কꦚ্যামেলিয়া প্রোডাকশন। ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডের জন্য নিমির্তি হচ্ছে এটি। ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।