দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তার অভিনয়ের জাদুর মাধ্যমে ব্যাপক দর্শকপ্রিয় হ💦য়ে উঠেছেন। প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ থাকে তাকে ঘিরে। আসন্ন ঈদে দর্শকদের মাতাতে চমক নিয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা।
নির্মাতা তাইফুর জাহান আশিকে🦄র পরিচালনায় ‘কাম ফরম ঘানা’ নাটকে পর্দ🗹া মাতাবেন এই অভিনেতা। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন।
নাটকের গল্পে মোশাররফ করিমকে দেখা যাবে মন্টু মিয়া চরিত্রে। সে গ্ไরামের তরুণীদের প্রেম নিবেদন করে বার বার ব্যর্থ হন। একাধিকবার প্রেমে প্রত্যাখাত হয়ে নতুন কৌশল আঁটে মন্টু। প্রেমের টানে বিদেশী তরুনীদের বাংলাদেশে আসার হিড়িক দেখে, সেও বিদেশী প্রেম এক্সপোর্ট করার প্ল্যান করে। সেই মোতাবেক একটি মোবাইল কিনে কয়েক মাসের মধ্যে সেই অসাধ্য সাধন করে মন্টু। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
জানা গেছে, নাটকটি বেসরকারী টেলিভিশন আরটিভিতে দেখা যাবে। ঈদের দিন রাত ১১ টায় প্রচারিত হবে মোশাররফ করিম অভিনীত ‘কাম ফরম ঘানা’। এতে আরো অভিꦯনয় করেছেন, নীলাঞ্জনা নীলা, নিলা ইসলামসহ অনেকেই।