• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘অঞ্জনা’কে নিয়ে সুখবর দিলেন মনির খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ০৪:০৪ পিএম
‘অঞ্জনা’কে নিয়ে সুখবর দিলেন মনির খান
সংগীতশিল্পী মনির খান। ছবি: সংগৃহীত

বছরের শেষ꧑ মুহূর্তে ভক্ত-শ্রোতাদের সুখবর দিলেন কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। আসছে নতুন বছর ‘অঞ্জনা’ শিরোনামে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন এ গায়ক। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে মনির খান বলেন, “অঞ্জনা তুই করে গেলি 🍌খুন, মিছে ভালোবাসার ছলে / আমার জীবন লাশের মতন, ডুবে আছি চ💦োখের জ্বলে’—এমন চমৎকার কথায় গানটির কথা লিখেছেন ও সুর করেছেন গীতিকার প্লাবন কোরেশি।”

নতুন এ গান প্রস൩ঙ্গে মনির খান বলেন, “বেশ কয়েক বছর আগেই আমি শ্রোতাদের কথা দিয়েছি— বছরের শুরুতে তাদের ‘অঞ্জনা’ শিরোনামে একটি করে গান উপহার দেব। আমার কাছে শ্রোতাদের চাওয়া অনেক, দাবি অনেক। এ জন্য আমিও চেষ্টা করি প্রতিবার বছরের শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামের একটি করে গান প্রকাশের।”

আসছে নতুন বছর ১ জানুয়ারি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ‘MK Music 24’ চ্যানেলে প্রকাশ করা হবে ‘অঞ্জনা তুই করে গেলি খুন’ শিরোনা𝔍মের গানটি।

Link copied!