• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘মিস ইউনিভার্স’ গ্যাব্রিয়েলের ফিটনেস রহস্য


কর্ডেলিয়া বিশ্বাস
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩, ১১:০৯ পিএম
‘মিস ইউনিভার্স’ গ্যাব্রিয়েলের ফিটনেস রহস্য
আর’বনি গ্যাব্রিয়েল

শনিবার মিস ইউনিভার্সের ৭১তম আসরꦉে সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর’বনি গ্যাব্রিয়েল। ৮৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মহাবিশ্বের🔥 সেরা সুন্দরীর খেতাব জিতলেন ২৮ বছর বয়সী এই মডেল। পাশাপাশি তিনি একজন ফ্যাশন ডিজাইনার ও সেলাই প্রশিক্ষক।

গ্যাব্রিয়েল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের ꦬনꦍাগরিক।

ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখতে কঠোর রুটিন মেনে চলেন গ্যা♕ব্রিয়েল। পরিমিত ও সুষম ൲খাদ্যাভ্যাস, সেই সঙ্গে জীবনযাপনের শৃঙ্খলা তাকে এনে দিয়েছে মিস ইউনিভার্সের শিরোপা।  

দিনের শুরু
তার দিনের শুরুটা হয় ছোট্ট একটি ইয়োগা সেশন দিয়ে। তার আগ♐ে অবশ্য হৃদযন্ত্র ভালো রাখতে সেরে নেন প্রাতঃভ্রমণ।

সকালের নাস্তা
গ্যাব্রিয়েলের সকালের নাস্তায় ভারী কো♔নো খাবর থাকে না। প্রোটিন-প্য🔜াকড ওটমিল, সঙ্গে থাকে ডিম।

দ𝕴ুপুরের ভোজে পাঁচ মিশালি খাবার খেতে ভালোবাসেন গ্যাব্রিয়েল। যেমন চিংড়ি, সঙ্গে থাকে কোনো সবজি।

এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এই ꦜমডেল জানিয়েছিলেন, যেকোনো জায়গায় যাওয়ার সময় তিনি নাস্তার জন্য ১-৩ পিস চকলেট বা ক্যারামেল রাইস কেক সঙ্গে রাখেন।

রাতের খাবার
দুপুরের মতো রাতেরꦕ খাবারেও বেশ পরিমিত থাকেন তিনি। রাতে সাধারণত স্যালমন ও অ্যাসপারাগাস থাকে তার পাতে।

অন্যান্য অভ্যাস
পাশাপাশি নি🥂জেকে সক্রিয় রাখতে সার্ফিং, স্কুবা ড্রাইভিং, হাইকিং ও হোলা হুপিং করেন।

টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যে।

Link copied!