দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিশ্বের ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগেই সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন দেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার সিনেমাটির পরবর্তী সি🐷ক্যুয়াল ‘অন্তর্জাল ২’ আসার সম্ভাবনার কথা জানান তিনি।
শুক্রবার মুক্তির দিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির স্পেশাল শো অনুষ্ঠিত হয়। সেখানে অভিনয়শিল্পীদের সঙ্গে সিনেমাটি দেখেছেন জুনাইদ আহমেদ পলক। সিনেমাটি এবার নিয়ে ৭ বার দেখেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এটা একটা ভিন্ন ধরনের চ𝔍লচ্চিত্র, আমাদের নতুন প্রজন্মের জন্য নতুন ধরনের একটা সিনেমা আমরা উপহার দিতে যাচ্ছি। ℱআমাদের তরুণ আর্টিস্টরা একসঙ্গে টিমওয়ার্ক করেছে, পাশাপাশি আমাদের দীপংকর দীপন খুব চমৎকার কাজ করেছেন।”
এসময় ‘অন্তর্জাল ২’ আসার প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, 💝“আমার মাথায় একটা প্লট আছে, এখন প্রকাশ করব না। দীপংকর দীপন দাসহ আমাদের আটিস্ট সবাইকে নিয়ে বসব। অবশ্যই আমাদের একটা স্বপ্ন আছে, ‘অন্তর্জাল ২’ আসবে।”
প্রায় ৬ কোটি টাকা বাজেটে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, কিটো ভাই, অমিত সিনহাসহ অনেকে। এছাড়াও সিনেমাটি ক্যামিও দিয়েছেন অভি🐓নেতা সাঞ্জু জন। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।