আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, দেশের স💟োনালি চলচ্চিত্র ধ্বংসের দায় কোনোভাবেই মামুনুর রশীদরা এড়াতে পারেন না।
শুক্রবার (৩𒊎১ মার্চ) বেলা ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ মন্তব্য করেন।
হিরো আলম বলেন, “বছর বছর সরকারের অনুদানের কোটি কোটি টাকায় চলচ্চিত্র বানিয়েও সিনেমাহলগুলো টেকাতে পারেনি রুচিবান সংশ্লিষ্টরা। হাজার হাজার সিনেমা হলের সঙ্গে জড়িত লাখো মানুষ বেকার হয়েছেন। তাদের রুটি রুজির দায়িত্ব মামুনুর রশীদরা নেননি। বাংলাদেশের চলচ্চিত্র আগে কলকাতা কপি করত। সোনালি চলচ্চিত্রকে এ দেশের রুচিবোধবান পরিচালক আর অভিনেতারা ধ্বংস করেছেন। সেই দায় মামুনুর রশীদরা কোনোভাবেই এড়াতে পারেন না। ডিজিটাল যুগের সঙ্গে মামুনুর রশীদরা ও যাদের রুচি সমস্যা তার♌া রুচি ফেরাতে পারেনি। এটা তাদের ব্যর্থ𓆉তা।”
নাট্যজন মামুনুর রশীদ ও হিরো আলম বিষয়ক বিতর্𒀰কের সূত্রপাত হয় রোববার (২৬ মার্চ)। সেদিন মামুনুর রশীদ এক সাক্ষাৎকারে বলেন, “রুচির দুর্ভিক্ষের কারণে হিরো আলমের সৃষ্টি🐽 হয়েছে।”
এর জবাবে সোমবার (২৮ মার্চ) হিꦑরো আলম বলেন, “১৮ কোটি মানুষের দেশে রুচির দুর্ভিক্ষের কারণ হিসেবে একমাত্র আমাকে দায়ী করা যায় না। যারা ‘রুচিবান’ রূপে নিজেদের দাবি করেন, তাদেরও অনেক দায় রয়েছে। আমি একের পর এক আক্রমণের শিকার হচ্ছ🦩ি। আমি আত্মহত্যা করলে তারাই (রুচিশীলরা) দায়ী থাকবেন।”
এরপর বুধবার (২৯ মার্চ) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মামুনুর রশীদ বলেন যে, রুচির দুর্ভিক্ষ প্রসঙ্গে তিনি এককভাবে হিরো আলমকে নিয়ে কিছু বলেননি। বিরাজমান সার্বিক পরিস্থিতির কথা বলেছেন। তিনি আরও বলেন, “রুচির দুর্ভিক্ষ কথাটি আমার নয়। এটি বহু আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন বﷺলে গেছেন।”
তিনি সেদ💟িন আরও বলেন, “রুচির দুর্ভিক্ষ যা এখন সব ক্ষেত্রে দেখা ജযাচ্ছে। এর মধ্যে রাজনীতি আছে। শিক্ষা খাত আছে। আমাদের সংস্কৃতি আঙ্গিনাও এর বাইরে নয়।”