বর্তমানে কাজের বাইরে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার নায়ক💝 শাকিব খান। বিশেষ করে তাকে ঘিরে সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর নানা কথার প্রেক্ষিতে হচ্ছে খবরের শিরোনাম।
শাকিবের সঙ্গে সম্প্রতি ঘটা কিছু ইস্যু নিয়ে এ🔯বার কথা বলেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। শুধু তাই নয়, তিনি তার কথায় প্রয়াত নায়ক সালমান শাহর অকাল প𒉰্রয়াণের প্রসঙ্গটিও টেনে আনেন।
এক ফেসবুকবার্তায় তিনি বলেন, ‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমান শাহর মতো, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সব অর্জন শাকিব খানের জন্য। সালমান শাহ মারা যাওয়ার আগের সময়টা আমার মনে আছে,💦 প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল।’
তিনি আরও যুক্ত করেন, ‘খুব টেকনিক্যালি তাকে ব্লাকমেইল করা হচ্ছে। ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইন্টেইন করতে পারলেই হতো। যাই হোক সাংবাদিকসহ সব বন্ধুকে বলি— মতের একটু অমিল বা স্টার আপনার কাজে না এলে তার বিরুদ্ধাচরণ করবেন না। এ রকম নায়ক যুগে একটা আসে। “শিকারি” সিনেমা আজ দেখলাম, যা বুঝলাম তার ক্ষমতার সিকিভাগও এ দেশ দেখাতে পারেনি।’