• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ০৩:২২ পিএম
‘সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই’
শিশুশিল্পী সিমরিন লুবাবা ছবি: ফেসবুক থেকে

সবাই মিলে ꦦবন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়ানোর  আহ্বান জানিয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা।  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করার কাꩵরণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ ওরফে ডিবি হারুনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিল এই  শিশুশিল্পী ।

সেখানে গণমাধ্যমে কღথাবলার সময় হারুন আংকেল বলত💫ে গিয়ে ‘হাউন আংকেল’ উচ্চারণ করেন। এরপর থেকে ব্যাপকভাবে ট্রল হতে থাকেন লুবাবা। অনেকেই তাকে দেখলেই হাউন আংকেল বলেন।

নেই হাউন আংকেল (লুবা𒉰বা ) বন্যা পরিস্থিতি মোকাবেল❀ায় ফেসবুকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে লুবাবা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্𓂃তত আমরা যেই অবস্থাতেᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

এ শিশুশিল্পীর ভাষ্য, ‘আমি শুনছি💯 এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার ཧপর্যন্ত মাটি নেই সব পানি এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিনা ছোট ছোট বাচ্চা আমার মত বয়সী এরা আজকে কতটা অসহায়।’

পোস্টের শেষে লুবাবা লিখেছেন, ‘আসুন আমাদের মত বাচ্চারা যারা আছে⛎ন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা প൩শু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’

লুবাবার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মাহমুদ নামে একজন সে পোস্টের কমেন্ট বক্সে বলেন, ‘মানুষ চেনা যায় দু:সময়ে, তুমি এতো ছোট্ট একটা মেয়ে হয়েও যেভাবে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়াও গর্ব হয় তোমাকে নিয়ে। এগিয়ে যাও মামুনি, আল্লা൩হ তোমার সহায় হোন।’

 

Link copied!