• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কিংবদন্তি অভিনেতা তালাত হুসেন মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০২:০৩ পিএম
কিংবদন্তি অভিনেতা তালাত হুসেন মারা গেছেন
তালাত হুসেন । ছবি: সংগৃহীত

মার🐻া গেলেন পাকিস্তানের কিংবদন্তি অভিনেতা তালাত হুসেন। দীর্ঘ অসুস্থতার পরে রওবিবার ৮৩ বছর বয়সে চলে গেলেন তিনি।

তালাত হুসেনের মৃত্যুর𓆏 খবরটি নিশ্চিত করেছেন আর্টস কাউন্সিল অব পাকিস্তা🐠নের করাচি প্রেসিডেন্ট আহমেদ শাহ।

 তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ꦛকরাচ♐ির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।

১৯৪০ সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন তালাত হুসেন। লন্ডন অ্যাকাডেমি অব মিউজিক অ্যান্ড ♌ড্রামাটিক আর্টে পড়াশোনা করেছেন তিনি।  পাকিস্তানের রেডিও, টেলিভিশন, মঞ্চ নাটক এবং বড় পর্দায় বহু প্রশংসিত কাজ করেছেন তিনি। তার উল্𓆏লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আরজুমান্দ, আনসু, বন্দির, দেশ পরদেশ, তারিক বিন জিয়াদ, ঈদ কা জোরা, ফানুনি লতিফে হাওয়ায়ে।

১৯৮৯ সালের সিনেমা ‘সৌতান ক🐠ি বেটি’-তে তালাত হুসেন বলিউড তারকা জিতেন্দ্র ও রেখার সাথে অভিনয় করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, ‘যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনও পূরণ হবে না।’
তালাত হুসেনকে ১৯৮২ সালে প্রাইড অব পারফরমেন্সᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚ এবং ২০২১ সালে সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে
 

Link copied!