‘জায়েদ খান-সায়ন্তিকার বিচার আল্লাহর উপর ছেড়ে দিলাম’—এমন মন্তব্য করেছেন ছায়াবাজ সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম। সম্প্রতি ‘ছায়াবাজ’ নামে এক সিনেমার কাজ করতে বাংলাদেশের এসে বিতর্কে জড়িয়ে পড়েন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও ঢালিউড অভিনেত্রী জায়েদ খান। সিনেমার শুটিংকে ঘিরে প্রযোজকের নামে নানাཧ ধরনের অভিযোগ করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন সায়ন্তিকা এবং সিনেমাܫর নায়ক জায়েদ খান।
সিনেমাটির প্রযোজক মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এই গল্প নিয়ে সিনেমা করার ক🅠থা ছিল না, ওয়েব ফিল্ম বানানোর কথা ছিল। কিন্তু জায়েদ খানের অনুরোধে এই সিনেমা শুরু করা। তা না হলে আমি করতাম না। অথচ জায়েদ খান ও সায়ন্তিকা মিলে ফাঁসিয়💧ে দিল আমাকে। কী আর করার, জায়েদ-সায়ন্তিকার বিচার ওপরওয়ালার কাছে ছেড়ে দিলাম।
প্রযোজক আরও বলেন, ‘আমার দেশের শিল্পীকে অপমান করবে, সেটা আমি একজন 🍸সিনেমার মানুষ হয়ে মেনে নেব না। কারণ, আমার দেশকে অন্য দেশের মানুষ এসে ছোট করতে পারেন না। আজ মাইকেলকে অপমান করেছে, কাল পরিচালকের সঙ্গে করত, আরেক দিন হয়তো ইউনিটের অন্য কারোর সঙ্গে করত। সেটি হতে দেব না। এর সমাধান না হলে কাজ 🔯আর করব না। যা ক্ষতি হয় হবে।’
এদিকে জায়েদ খানও প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ‘এই শুটཧিং এতটাই অব্যবস্থায় ভরা ছিল যে নায়িকার কস্টিউম, হোটেল ভাড়া, খাবারের বিলও আমি দিয়েছি। এর আগে এক সপ্তাহ শুটিং করার পর নৃত্য পরিচালক মাইকেল বাবুর অসদাচরণসহ কয়েকটি অভিয🌱োগ তুলে কলকাতায় ফিরে যান সিনেমার অভিনেত্রী সায়ন্তি, যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।