ঝিমিয়ে পড়া কন্নড় সিনেমা চাঙা হয়েছে অ্যাকশনধর্মী ‘কেজিএফ’ দিয়ে। সিনেমাটির প্রথম ও দ্বিতীয় কিস্তি সাফল্যের পর তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের মনে ছিল সংশয়। তবে সেই সংশয় দ🐻ূর করলেন নির্মাতা প্রশান্ত নীল। ‘কেজিএফ থ্রি’র স্ক্রিপ্ট প্রস্তুত, যশকে নিয়েই হবে নতুন কিস্তি। বিষয়টি নিশ্চিত করেছেন নি♒র্মাতা নিজেই। খবর পিংকভিলা।
প্রশান্ত নীল বলেন, “আমি পরিচালনা করব কি-না জানি না, তবে যশ সবসময়ই থাকবেন। গুরুত্ব দিয়েই বলি এবার, কেজিএফ থ্রি হবে। তবে আ𒅌মরা এই ব্যাপারে কোনো ঘোষণা দিচ্ছি না এখনই।”
‘কেজিএফ টু’ শেষ হয়েছিল ভারতীয় নৌবাহিনীর রকিꦉর স্বর্ণে ভরা জাহাজে বোমা ছুঁড়ে মারা দিয়ে। তৃতীয় কিস্তিতে দেখা যাবে এর পরের ঘটনা।
প্রশান্ত বর্তমানে প্রভাসের ‘সালার’ মুক্তไি নিয়ে ব্যস্ত আছেন। এটি কেজিএফ ইউনিভার্সের অংশ হিসেবে নেটিজেনরা ধারণা করলেও নির্মাতার দাবি ভিন্ন। তিনি জানিয়েছেন, সালার ভিন্ন গল্পের সিনেমা, যা আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।