• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কার সঙ্গে রোম্যান্টিক ডেটে যেতে চান জানালেন কাজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১২:১৭ পিএম
কার সঙ্গে রোম্যান্টিক ডেটে যেতে চান জানালেন কাজল
অভিনেত্রী কাজল। ছবি: সংগৃহীত

তারকাদের নিয়ে ভক্তদের জানার আগ্রহের শেষ নেই। আর বলিউড তারকা হলে তো কথাই নেই।  সম্প্রতি করণ জোহরের সঙ্গে এক সাক্ষাৎকারে অজয়েꦓর সঙ্গে দাম্পত্যের কথা তুলে ধরলেন অভিনেত্রী কাজল।

সাক্ষাৎকারে করণ কাজলকে জিজ্ঞেস করেছিলেন, ‘ইন্ডাস্ট🔜্রিতে কার সঙ্গে রোম্যান্টিক ডেটে যেতে চাও?’ প্রশ্নের জবাবে কাজল বললেন, ‘আমার স্বামী অজয়ের সঙ্গে। ওর সঙ্গে সময় কাটাতেই পারি না। আমি ওকে রোম্যান্টিক ডেটে নিয়ে যেতে চাই।’

কাজলকে জিজ্ঞাসা করা হয়, ইন্ডাস্ট্রিতে সবথেকে আবেদনময়ী অভিনেতা কে?  কাজল আবারও জানান, তার স্বামী। জবাব শুনে করণ বলেন, ‘ভালো হোক বা খারাপ! আমারꦯ স্বামী দেবতা!’ কাজল বলেন, ‘এ রকম কোনো ব্যাপার নেই। আমার ভালো লাগে অজয়কে। ওকেই সবচেয়ে আবেদনময়ী মনে হয় আমার।’

তারকা দম্পতি কাজল ও অজয় দেবগন দাম্পত্য জীবনের দুই যুগ পার করেছেন। &n𝔉bsp;১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তার✃িখ অজয়ের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী হিসেবে কাজল তখন সাফল্যের মধ্যগগনে। সেই সময় আচমকাই অজয়কে বিয়ে করেন তিনি।

তিন দশকের চলচ্চিত্রে ঝলমলে ক্যারিয়ারে একের প🌌র এক সফল ছবি। কাজ তো বটেই, ব্যক্তিগত জীবন নিয়েও কোথাও কোনো আলোচনার অবকাশ নেই অজয় দেবগন ও কাজলের। বলিউডে সম্পর্ক এবং বিয়ে নিয়🐠ে হাজারো জল্পনার ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা সমালোচনাও নেই তেমন। দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন তাঁরা। দুই ছেলে-মেয়ে নিয়ে সুখের সংসার তাদের। 

Link copied!