গুঞ্জনই এবার সত্যি হয়ে ধরা দিলো। ভেঙে গেল হলিউড অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজের চতুর্থ সংসার। মঙ্গলবার (২০ আগস্ট) অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ চেয়ে কোর্টে আব💯েদন করেছেন জেনিফার। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (২০ আগস্ট) অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদ চেয়ে যুক্তরা🔥ষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সুপ্রিম কোর্টে আবেদন করেছেন জেনিফার লোপেজ। কাগজপত্রে বিচ্ছেদের তারিখ ২৬ এপ্রিল, ২০২৪ উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে ২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন এই অভিনেত্রী।
গত মে মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রভꦯিত্তিক সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন ইন টাচ উইকলি এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্⭕লেক ও জেনিফার লোপেজ।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে এ বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান☂ বে✨ন।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছিলেন, ‘বেন এরই মধ্যে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। সম্ভবত তারা তাদের স্বপ্নের বাড়িটি বিক্রি করে দেবেন। এজন্য গত দুই বছর ধরে চেষ্টাও চ🐓ালিয়ে যাচ্ছেন।’
বেন-জেনিফার ডিভোর্সের দিকে যাচ্ছেন। এ তথ্য উল্লেখ কর🌌ে সূত্রটি বলেছিলেন, ‘তারা বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছে। তারা পরস্পরকে সবসময়ই ভালোব♛াসবে। কিন্তু জেনিফার তাকে (বেন) নিয়ন্ত্রণ করতে পারবে না এবং বেনও জেনিফারকে পরিবর্তন করতে পারবে না। সুতরাং এ সংসার স্থায়ী হওয়ার আর কোনো উপায় নেই।’
২০🥂০২ সালে ‘গিগলি’ সিনেমার শুটিংয়ের সময় সাক্ষাৎ হয় বেন-জেনিফারের। ২০০৩ সালে তাদের বাগদান হয়। তবে এর পরের বছর তাদের🎃 বাগদান ভেঙে যায়। প্রথম বাগদান ভাঙার ১৮ বছর পর অর্থাৎ ২০২২ সালে গাঁটছড়া বাঁধেন তারা।
২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।