অভিনেতা থেকে নেতা হয়েছেনꦰ চিত্রনায়ক ফেরদৌস। বিপুল ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতাꦰসীন দলের সাংসদ তিনি। নির্বাচিত নেতা হওয়ার পর এই প্রথম তার অভিনীত ঈদে আসছে। সিনেমার ‘আহারে জীবন’।
সম্পতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি। ছটকু আহমেদ পরিচালিত এ ছবিতে 🥀জুটি বেঁধেছেন ফের♛দৌস ও পূর্ণিমা।
এবার জানা গেল সিনেমাটি মুক্তির বিষয়ে। আসছে ঈদে মুক্তি পাচ্ছে জানপ্রিয় এই জুটির সিনেমা ‘আহারে জীবন’। ⭕;
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিনেমার পরিচালক ‘সংবাদ প্র⛎কাশ’কে বলেন, ‘আওয়াজ তুলে দিন, ঈদে মুক্তি পাচ্ছে ‘আহারে জীবন’। মুক্তির প্রস্তুতি চলছে। এ ছবির হিরো ফেরদৌস এমপি হওয়ার পর প্রথম সিনেমা রিলিজ হচ্ছে। এক ভিন্ন রকম গল্প। সবার মনে দাগ কাঁটবে।’
‘আহারে জীবন’ সিনেমা দিয়ে✅ অনেক দিন পর নির্মাণে ফিরেছেন ছটকু আহমেদ। তা ছাড়া এ সিনেমা দিয়ে ২৫ বছর পর ছটকু আহমেদের পরিচালনায় কাজ করেছেন ফেরদৌস। এতে আরও অভিনয় করেছেন সুচর🍌িতা, অরুণা বিশ্বাস, শাহানূর, জয় চৌধুরী, ওমর সানি, মিশা সওদাগর, মৌমিতা প্রমুখ।
২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘আহারে জীবন’। করোনাকালীন একটি গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। গত বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শেষ হ🦹য়।