শাকিব🅘 খানকে নিয়ে এর আগে ‘পাসওয়ার্ড’ দিয়ে মাত করেছিলেন ঢালিউডের ‘মাস্টারমেকার’ খ্যাত মালেক আফসারী। আবারও তার পরিচালনায় পর্দায় আসতে চলে🀅ছেন সুপারস্টার শাকিব খান। পাঁচ বছর পর এই নির্মাতার ছবিতে ফিরছেন জনপ্রিয় এই নায়িক। ২০১৯ সালে এই জুটির ছবি ‘পাসওয়ার্ড’ মুক্তি পেয়েছিল। কিন্তু তারপর আর কোনো ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি দুজনকে।
জানা গেছে, বঙ্গবিডির প্রযোজন🗹ায় ‘জেমস’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব, পরিচালনা করবেন মা⛦লেক আফসারী।
‘জেমস’ প্রসঙ্গে মালেক আফসারী এখনই কিছু বলতে চাইলেন না। ‘শাকিব এখন দেশে নেই। ভারতে অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত।
তি🌠নিꦬ দেশে ফিরলে খবরটি তাঁর মুখ থেকে সবাই শুনবেন’, বললেন আফসারী।
‘জেমস’ ছবির গল্প ল🍎িখেছেন আব্দুল্লাহ জহির বাবু। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে শাকিবকে দেখা যাবে লড়াকু চরিত্রে। ছবিতে শাকিব খানের নায়িকা এখনো চূড়ান্ত হয়নি।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত বিগ ব🥂াজেটের সিনেমা ‘রাজকুমার।’ ঈদের দিন থেকে সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির পর থেকে ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহে তুলনামূলক ভালো সাড়া পাচ্ছেꦑ সিনেমাটি। প্রশংসিতও হচ্ছে বেশ।
এরই মধ্যে খবর এসেছে, হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার𝓰’🅘 সিনেমাটি এবার যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা সেখানকার প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন।