‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে রাজধানীত💝ে চলছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসর। এ বছর উৎসবে ৭৫টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। যার মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ꦡম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মহিউদ্দিন আল আরাবী নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সানফ্লাওয়ার’।
চলচ্চিত্রটি শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকল🐬া কেন্দ্রে প্রদর্শিত হবে। স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে একটি মেয়ের দৈনন্দিন জীবন এবং এর সঙ্গে তার ছোটবেলার ট্রমা নিয়ে।
এ বিষয়ে সংবাদ প্রকাশকে আরাবী বলেন, “সিনেমা আর মিউজিক আমার কাছে অনেক গুরুত🌟্বপূর্ণ বিষয়। কারণ, আমার মনে হয় এই দুটো মাধ্যম দিয়েই মানুষের কাছে পৌঁছানো সহজ। এই সিনেমা নিয়ে বলতে গেলে এটা একটা প্রতিবাদ সেক্সচুয়াল অ্যাবি🎐উজ আর চাইল্ড মলেস্টারদের বিরুদ্ধে।”
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প꧅্রযোজনা করেছেন আসমা আক্তার শেলী। এতে অভিনয় করেছেন সাদ𒐪িয়া নিশা, শাহাদৎ শিশির, ইথার ও খুকি আপা।
উল্লেখ্য, রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবꦆে ২৮ জানুয়ারি পর্যন্ত।
মর্যাদাপূর্ণ এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদ𝔍েশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশন বিভাগগুলোতে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে চꦿলচ্চিত্রগুলো।