ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি প্রথম সন্তানের মা হয়েছেন চার মাস আগে। এরইমধ্যে আবারও গুঞ্জন উঠেছে, মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহির একটি পোস্ট ঘিরেই এমন গুঞ্জন চাউর𝓀 হয়েছে।
এক ফেসবুক পোস্টে মাহি লিখেছেন🌊, “তুমি আমি আর আমাদের ২টা ফুল।”
এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখেই নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। দুটি ফুল বলতে মাহি কি স্বামী রকিব সরকার, ছেলে ফারিশ সরকার 𒁃এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন কিনা— এমন 🎉প্রশ্ন উঁকি দিচ্ছে এখন সবার মনে।
এদিকে মাহির সেই পোস্টের নিচে মন্তব্য করেছেন অভিনেত্রী জাহারা মিতু। তিনি লেখেন, “যা ভাবছি তাই যদি হয় তাহলে অভিনন্দন।” এমন মন্তব্যের উত্তরে মা😼হি কিছু না বললেও রেখে গেছেন একটি ইমুজি। মিতুর মতোই ইঙ্গিত দিয়েছেন আরেক অভিনেত্রী রাজ রিপা। তিনি লিখেছেন, “আপু, টপ সিক্রেট।”
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রা💎জধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।