বিজ্ঞাপন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু, এরপর বড় পর্দায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বয়সেই অভিনয় দক্ষতা দিয়ে দেশের সিনেমাপ্রেমি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কাজের 💎সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। বাড়তে থাকে অনুরাগীর সংখ্যাও। ডিপজলের ‘চাচ্চু’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন দিঘী। এবার দীঘ♋িকে নিয়ে মন্তব্য করলেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিপজল বলেন, ‘‘দিঘির ফেইস সেদিন আমি দেখলাম, আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে। এটা যদি ধরে রাখে তাহলে ওর উপর বাংলাদেশে অভিনেত্রী থাকবে না। খুব তাড়াতাড়ি দিঘী এ🎐বং ওর বাবাকে ডাকবো নতুন সিনেমা নিয়ে আলাপ করবো। একটু ঠান্ডা পড়লে নতুন সিনেমা শুরু করবো। নয়টা সিনেমার কাজ রেডি করেছি। এর মধ্যে অন্তত চারটা সিনেমা দীঘিকে নিয়ে করার ইচ্ছে আছে।’’
এসময় দিঘির সমালোচনা করে ডিপজল বলেন, ‘‘যা অল্পতে পেকে যায় সেটাতে হয়তো পচন ধরে অথবা তা খাওয়া যায় না। দিঘীতো এখন লাইনে নাই। ওকে নায়িকা বানাবো আমরা কারণ ও আমাদের ঘরের মেয়ে। কিন্তু তা না করে যা ইচ্ছে🉐 তাই করছে।’’
এর আগে দেশে﷽র গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, তরুণ নির্মাতা রায়হান রাফিও দিঘিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।