• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আইটেম গানে আবেদনময়ী প্রিয়া অনন্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ০১:২৯ পিএম
আইটেম গানে আবেদনময়ী প্রিয়া অনন্যা
প্রিয়া অনন্যা । ছবি: প্রিয়া অনন্যার সৗজন্যে

আইটেম এই গানে আবেদনময়ী লুকে দেখা দিল মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা।  সম্প্রতি মুক্তি পেয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’। এ  সিনেমায় আইটেম গানে তাকে কোমড় দোলাতে দেখা গেছে।&nbꦬsp;

গানের শিরোনাম ‍‍`তুই বড় সেয়ানা বন্ধু‍‍` । গানে কণ্ঠ দিয়েছেন স্বীকৃতি ও শাহরিয়ার রাফাত । গানটির কথা সেজুল হোসেন এবং সুর ও সংগীত-শাহরিয়ার🐻 রাফাত। আইটেম গানটি কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক হাবিব।

আইটেম গান মানেই সবার আগে নজরে আসে সাౠজপোশাক। চোখধাঁধানো পোশাক আর সাজের সমন্বয়ে তৈরি হয় বিশেষ লুক। এই গানে প্রিয়া অনন্যা বেছে নিয়েছেন আকর্ষণীয় লেহেঙ্গা-চোলি ধরনের টপ ও বটম।

প্রিয়া অনন্যা বলেন, ‘এটা আমার লাইফের ভালো কাজের একটি। হলের ভিতরে দর্শক💞ের শিস-হাততালিতে প্রমাণ হয়েছে গানটি  দারুণ জনপ্রিয়তা পাবে।’

 ‘শেষ বাজ ‘ সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ। মানুষের জীবনে জুয়া খেলার নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শেষ বাজি’।
 

Link copied!