দেশের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে ‘অন্তর্জাল’-এর বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে। আগামী ২১ ডিসেম্বর টফিতে বাংলাদেশের প্রথম সা💧ইবার-থ্রিলার চলচ্চিত্রটি উন্মুক্ত করা হবে।
গেল সেপ্টেম্বরে বাংলাদেশসহ একযোগে কানাডা ও আমেরিকার প্রায় দুইশো প্রেক্ষাগৃহে মুক্তির রেকর্ড গড়ে দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমা ‘অন্তর্জাল’। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি &nb🦂sp;খুব একটা মাতাতে না পারলেও এবার আসছে ওটিটিতে। যেকোনো নেটওয়ার্ক থেকে টফি-তে ‘অন্তর্জাল’ দেখা যাবে একদম ফ্রি-তে। দেশের টফি ব্যবহারকারীদের জন্য বিজয় দিবসের বিশেষ উপহার হিসেবে এমন ব্যবস্থা করেছে প্ল্যাটফর্মটি।
সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জট🐷িলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘অন্তর্জাল’।
সিনেমাটি দেশে আশানুরূপ সাফল্য না পাওয়ার পেছনে বিদেশি সিনেমাকেই দ্বꦆায়ী করেছিলেন ‘অন্তর্জাল’-এর নির্মাতা দীপঙ্কর দীপন। অপশক্তির হুমকি থেকে দেশকে উদ্ধার করার দৃয়তার গল্পে নির্মিত সিনেমাটি সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছ।
সিনেমায় 🍰বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে।