প্রতিবারের মতো এবারও ঢাকায় দশমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘সিনেমায় নারী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। রেইনবো চলচ্চিত𓆉্র সংসদ আয়োজিত দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে-২০২৪ (ডিফ) দশমবারের মতো দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সহযোগিতায় থাকবে জগন্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚনাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ।
রোববার (২১ জানুয়ারি) সকাল দশটায় রাজধানীর ঢাকাꦍ ক্লাবের স্যামসন লাউঞ্জে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উৎসবের চেয়ারপারসন অধ্যাপক কিশোয়ার কামাল।
দিনের প্রথম সেশনে ‘নেভিগেটিং ডুয়াল আইডেন্টিটিজ: অ্যান এক্সপ্লোরেশন অব ইন্টারসেকশনালিটি ইন মাদারহুড অ্যান্ড ফিল্মমেকিং’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের গণযোগাযোগ ও ভিডিওগ্রাফি বিভাগের প্রধান ড. ইপ্সিতা বরাট। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি🅰ল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া অধ্যাপক ড. সোহিনী ঘღোষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফাতিমা আমিন ও অনুবাদক-লেখক আলম খোরশেদ। প্রথম সেশন পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম।
দ্বিতীয় সেশনে ‘স্টিয়ারিং থ্রু দ্য সিনিস্টার হুইসপার অব মডার্নিটি’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন স♔💖েলুলয়েড পত্রিকার ডেপুটি এডিটর সামারাহ জান্নাতি জামাল। এই সেশনে আলোচক উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার জ্যেষ্ঠ সাংবাদিক অনুরাধা কোডাগোডা ও বেলজিয়ামের প্রামাণ্যচিত্রকার অ্যানজা স্ট্রেলেক।
আয়োজকরা বলছেন, সাংস্কৃতিক শিল্পের একটি প্রধান উপাদান হিসেবে সিনেমা উল্লেখযোগ্য পꦺ্রভাব ফেলে। এটি এমন একটি পജ্রভাবশালী মাধ্যম যা সামাজিক পরিচয় এবং সাংস্কৃতিক মূল্যবোধকে প্রতিফলিত করে। নারীভিত্তিক চলচ্চিত্রের বিষয়বস্তু আরও আলোচনার পাশাপাশি তাদের মধ্যে মিথস্ক্রিয়া প্রয়োজন। নারীভিত্তিক সিনেমার মান ও বিষয়বস্তু উন্নত করা, আগ্রহীদের মধ্যে মিথস্ক্রিয়া তৈরি করার ক্ষেত্রে এই কনফারেন্স ভূমিকা পালন করবে। একইসঙ্গে পারস্পরিক ধারণার বিনিময় এবং বিভিন্ন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারীরা সিনেমা তৈরিতে আরো ব্যাপকভাবে জড়িত হতে পারবেন বলেও প্রত্যাশা করেন তারা।
শনিবার ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে পর্দা উঠেছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবꦍের পর্দা নামবে আগামী ২৮ জানুয়ারি।
জানা গেছে, এই উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে ৯ দিনের এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশসহ ৭৫টি দেশের ২৫২ টি চলচ্চিত্র। মূলত, এই চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবেই ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্মমেকার্স কনফারেন্স’ শুরু হয়েছে। এতে দেশি-বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বাংলাদেশের নারী নির্মাতারা মত বিনিময়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।