• ঢাকা
  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ২২ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘পদাতিক’ ট্রেলারে চমক, প্রশংসায় ভাসছেন চঞ্চল


মো. বাবুল
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০৩:৪৭ পিএম
‘পদাতিক’ ট্রেলারে চমক, প্রশংসায় ভাসছেন চঞ্চল
‘পদাতিক’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

প্রকাশ হল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনতে ‘পদাতিক’ সিনেমার ট্রেলার। আর ট্রেলারে ൲অভিনয়ের চমক দেখালেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রোববার (৪ আগস্ট)  ট্রেলারট𒁏ি প্রকাশ করে ফ্রেন্ডস কমিউনিকেশন। ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গে চঞ্চলের জাদুমাখা অভিনয়ের , প্রশংসায় ভাসছেন গুণী এই অভিনেতা।

 ‘পদাতিক’ সিনেমা পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এতে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞꩲ্চল চৌধুরী। পোস্টার-টিজারে নিজের লুক আর🎃 অভিনয়ে দর্শকদের চমকে দিয়েছেন তিনি।

ট্রেলার দেখে কমেন্টে একজন লিখেছেন-
আমি অবাক সত্যিই অবাক। কাউকে বাদ দেওয়া যাবে না - কি বানিয়েছেন এটা!
অপূর্ব বা তারিফ এর শব্দগুলো যোগ করতে পারছিনা। বাক্য হচ্ছে না তাই।
মিউজিক এই ছবির সম্পদ -꧃ কবীর সুমন আপনাকে প্রণাম। আর চঞ্চল আপনার অভিনয়ে আমি মুগ্ধ।

আরেকজন লিখেছেন-

সিনেমার এক পা বাস্তবে আর এক পা ফ্যান্টাসি তে অর্থাৎ মায়ায়"
ওই দরজা খোলার সিন টা দুর্দান্ত লাগলো🍷,  বৃদ্ধ বয়সে মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরী কে অসাধারণ লাগছে। শুভ কামনা রইলো।

আরেক ভক্ত লিখেছেন-
চঞ্চল চৌধুরী আরেকবার প্রমাণ করলেন তিনি অꦇসাধারণ একꦇজন অভিনেতা।

‘পদাতিক’ নিꦕয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়♐ে থাকা। ভালো-মন্দ এটা পরের বিষয়। আমার একটা শান্তির খোরাক হয়েছে।’

আগামী ১৫ আগস্ট কলকাতায় মুক্𒅌তি পাবে ‘পদাতিক’। চঞ্চল চৌধুরী ছাড়া সিনেমায় আরো অভিনয় করেছেন ম🎶নামী ঘোষ, জীতু কমল, কোরাক সামন্ত প্রমূখ।

 

ট্রেলার দেখতে

 

Link copied!