• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘৭২ হুর’ সিনেমা নিষিদ্ধের দাবি ভারতীয় মুসলিম নেতাদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০২:০৭ পিএম
‘৭২ হুর’ সিনেমা নিষিদ্ধের দাবি ভারতীয় মুসলিম নেতাদের

‘দ্য কেরালা স্টোরি’র পরে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় আরেক বিতর্কিত সিনেমা ‘৭২ হুর’। এই সিনেমা নিয়ে কাশ্মীরের বিশিষ্ট ধর্মীয় ও রাজনৈতিক নেতারা নিন্দা করেছেন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া জম্মু ও কা൲শ্মিরের প্রধান মুফতি নাসির উল ইসলামের এক সাক্ষাৎকারে এ তথ্য পাওয়া গেছে।

মুফতি নাসির উল ইসলাম বলেন, “এটি সম্পূর্ণ বিতর্কিত, বিশেষ করে মুসলমানদের অনুভূতিতে আঘাত൲ করে। আমরা এই শিরোনামটি মেনে নেব না। এই চলচ্চিত্রটিকে নিষিদ্ধ করা দরকার। যারা এই ধরনের সিনেমা নির্মাণ করছেন তাদের বোঝা উচিত যে, এই ধরনের চলচ্চিত্রগুলো বন্ধুত্বের অপরিপন্থী। দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করে।”

তিনি আরও বলেন,“এই সিনেমার প্𒊎রযো🅠জকদের বোঝা উচিত মুসলমানরা ভারতে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় এবং তাদের মর্যাদা, সম্মান এবং শান্তির সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। তাদের সেই মনোভাব নিয়ে বাঁচতে দেওয়া উচিত।”

‘৭২ হুর’ সিনেমা প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক অশোক কৌল জানিয়েছেন, সিনেমাটি নিয়ে যে বিতর্ক দানা বাঁধছে তা কাম্য নয়। এই জিনিস নিয়ে বাড়াবাড়ি মেনে নেওয়া হবে ✱না।

পিপলস ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র সুহেল বুখারিতিনি বলেন, “এমন একটি সিনেমা যা শুধুমাত্র সাম্প্রদায়িকই নয় বরং বেশ ﷽বিপজ্জনক এবং এটা সমাজকে খণ্ডিত করে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি করে।”

পবন মালহোত্রা ও আমির বশির অভিনীত ৭২ হুর সিনেমাটি ভারতীয়ꦚ প্রেক্ষাগৃহে ৭ জুলাই মুক্তি পাবে। সিনেমাটির সঞ্জয় পুরান সিং চৌহানের পরিচালনায় ও অশোক প𝔉ন্ডিতের সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে।

এর আগে ভারতের বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’তে হিন্দু মহিলাদের উপর ইসলাম আগ্রাসনের কাহিনি ফুটিয়ে তোলা হয়। যার রেশ ধরে ধর্মীয় সাম্প্রদায়িকতায় জোরদার হয় বিতর্ক। 
 

Link copied!