ছেলের বউ ও ছেলের হাতে মারধরের 🌠শিকার হয়েছেন ভারতের কন্নড় ꦐসিনেমার জনপ্রিয় অভিনেত্রী বি শ্যামলা দেবী। এমনকি ছেলে আর ছেলের বউয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানায়, সম্পত্তি নিয়ে বিবাদের কারণে ছেলে আর ছেলের বউ শ্যামলা দেবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করছেন🐼। নিজের অভিযোগ নিয়ে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে হাজির হয়েছেন অভিনেত্রী। পরবর্তী সময়ে মামলাটি পাঠানো হয়েছে বাসবনগুড়ি মহিলা পুলিশ থানায়।
বি শ্যামলা দেবী জানান, ‘বেঙ্গালুরুর চন্দ্র লেআউটে একটি বাড়ি কিনেছেন তিনি, তার মালিকানাধীন বাড়িতেই ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে থাকেন তিনি। বিয়ের ♋কিছুদিন পর থেকেই ছেলে-বউ তার ওপর অত্যাচার শুরু করে। ওই বাড়ি তাদের নামে লিখে দিতে হবে, এমনটাই দাবি ছেলে ও ছেলের বউয়ের। নির্যাতন সহ্য করতে না পেরে এর আগে সিনিয়র সিটিজেন ফোরামের দ্বারস্থ হয়েছিলেন✱ অভিনেত্রী। ছেলে ও ছেলের বউ যেন তার বাড়ি খালি করে দেয় এমন আবেদন করেছিলেন শ্যামলা দেবী। কিন্তু স্ত্রী অন্তঃসত্ত্বা এমনটা জানিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেয় ছেলে। তাই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও শুরু হয় অত্যাচার।’
স♛ংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পুলিশের কাছে লিখিত অভিযোগে বর্ষীয়ান অভিনেত্রী জ✱ানিয়েছেন, অনুমতি না নিয়েই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করছে ছেলে। ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪, ৫০৬ ও ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে শ্যামলা দেবীর ছেলে নীতিন ও ছেলের বউ স্মিতার বিরুদ্ধে। মামলার তদন্ত করছে বেঙ্গালুরুর পুলিশ।