• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতীয় অভিনেতা রঘু বালাইয়া আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৫:০৯ পিএম
ভারতীয় অভিনেতা রঘু বালাইয়া আর নেই
তামিল অভিনেতা রঘু বালাইয়া। ছবি: সংগৃহীত

মারা গেছেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রঘু বালাইয়া। তিনি জনপ্রিয় মুখ  টিএস বালা🍌ইয়ার ছেলে। শ্বাসকষ্টজনিত সমস্যায় বৃহস্পতিবার (২ নভেম্বর) ꦺনিজ বাসভবনে মৃত্যু হয়েছে জুনিয়র বালাইয়া খ্যাত এই অভিনেতার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চেন্নাইয়ের ভালসারওয়াক্কামে নিজ বাসভবনে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রঘু বালাইয়ার। 🧜মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ 💝বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে তার। এই অভিনেতার হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির অনেক তারকা।

১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘মেলনাত্তু মারুমাগাল’ সিনেমার মাধ্যমে তামিল স🍨িনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় জুনিয়ার বালাইয়ার। তবে ‘কারাগ♏াত্তাকরণ’, ‘সুন্দর কন্দম’ ও ‘সাত্তাই’র মতো সিনেমায় অভিনয়ের জন্য খ্যাতি লাভ করেন তিনি।

অজিথের ‘নেরকোন্ডা ꧟পারভাই’-সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভꩲিনয় করেছেন রঘু বালাইয়া। সবশেষ ২০২১ সালের ‘ইয়েনাঙ্গা স্যার উঙ্গা সাত্তাম’-এ দেখা গিয়েছিল প্রয়াত এই অভিনেতাকে। 

Link copied!