ঘাতক দ🐻ালাল নির্মূল কমিটির সভাপতি প্রখ্যাত কথাসাহিত্যিক শাহরিয়ার কবিরকে চেনেন না অভিনেত্রী সাফা কবির। এক ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সম্প্রতি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক শাহরিয়ার কবি🎃রের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে দেশের কয়েকটি অনলাইন পোর্টাল শাহরিয়ার কবিরের মেয়ে হিসেবে সাফা কবিরের নাম উল্লেখ করে। এরপরেই বিভ্রান্তির সৃষ্টি হয় এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মূলত এই ঘটনার অবসান ঘটাতেই লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রি♛য় এই অভিনেত্রী।
এক ফেসবুক লাইভে এসে সাফা কবির তার প▨রিবারের পরিচ🎃য় দিতে গিয়ে বলেন, “আমার বাবার নাম হুমায়ূন কবির সবুজ। আমি শাহরিয়ার কবিরের মেয়ে না। ডিউ টু রেসপেক্ট আমি শাহরিয়ার কবিরকে চিনি না।”
এদিকে প্রথম শ্রেণি🅷র অভিনেত্রী হয়েও শাহরিয়ার কবিরকে না চেনা এবং তা ফেসবুক লাইভে এসে বলায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ আল༒তাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।