দেশে ঈদ মাত🍒িয়ে এবার বিশ্ব মাতাচ্ছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনেীত সিনেমা ‘তুফান’। বাংলাদেশ ছাড়িয়ে দুবাই, বাহরাইন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরসহ ১৭টি সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। এখানেই থেমে নেই।
তুমুল উন্মাদনার মধ্যে শুক্রবার( ৫ জুলাই) ‘তুফান’ মুক্তি পেল ভারতে। জানা গেছে, সেখানকার ৪০টির মতো সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি। মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালানো হয়। শহরের বড় বড় বিলবোর্ড থেকে মেট্রোরেল সবখানে তুফানের উপস্থিতি দেখা য☂ায়। ধারণা করা যাচ্ছে, অন্যান্য দেশের মতো ওপার বাংলাতেও তুফান বড়সড় ধাক্কা দিতে পারে।
ওপারে তুফান মুক্তি দিচ্ছে এসভিএফ। প্রতিষ্ঠানটির পক্ষে মহেন্দ্র সনি বলেন, ‘তুফান নিয়ে পশিমবঙ্গের দর্শকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। এ কারণেꦓ আমরা তুফানকে তাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। ইতোমধ্যে ছবি গানগুলো বাংলাদেশের মতো এꦓখানেও দর্শক প্রচুর পছন্দ করেছে।’
তুফান মুক্তি উপলক্ষে কলকাতার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সনি। সংবাদ﷽ সম্মেলনে ওপারের গণমাধ্যমকর্মীরা শাকিবকে পেয়ে ঝেঁকে ধরেন।
সেখানে শাকিব জানান, ইতোমধ্যে ৬-৭ টি দেশে পোস্টার ছাড়াই হাউজফুল হয়েছে ‘তুফান’র শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চার-এ চলে এসেছে বাংলা সিনেমা।꧒ নায়কের কথ, ‘এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে। শাকিব খান জোর গলায় বলেন, জয় হোক বাংলার জয়।
শাকিব বলেন, ‘ওপার-এপার বাংলা হোক, এই তুফান থামবে না। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড, বলিউড, তামিলের সাথে; পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রিজের সাথেও আমরা টপ চার্টে আছি, পিছিয়ে নেই।