• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হলিউড স্টাইলে ‘ডেডবডি’, ট্রেলার প্রশংসিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০৩:২১ পিএম
হলিউড স্টাইলে ‘ডেডবডি’, ট্রেলার প্রশংসিত
পোস্টার ডেডবডি। ছবি: ফেসবুক থেকে

হলিউড স্টাইলে নির্মিত ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’। সিনেমাটিপরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। শুক্রবার (৫ এপ্রিল)  বিকালে এফডিস🅷িতে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হয়েছে ‘ডেডবডি’ট্রেলার।  ট্রেলার দেখে প্রশংসা করেছেন আমন্ত্রিত অত♛িথিরা ।

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমাদের ছোট ভাই মোহাম্মদ ইকবাল সিনেমাটি হলিউডের স্টাইলে বানিয়েছে।  ✅;অ্যানিমেশনগুলো দুর্দা𝔉ন্ত হয়েছে! আমার মন বলছে এ সিনেমা ঈদে খুব ভালো ব্যবসা করবে।’

অ্যাকশ𒆙ন, রোমান্সে ভরপুর সিনেমাটির দুটি পোস্ট😼ার প্রকাশিত হয়েছে। পোস্টার দুটিতে ছিল রহস্য, অ্যাকশনের আভাস। ‘ডেডবডি’ সিনেমায় দেখা যাবে শ্যামল মাওলাকে। তিনি এখানে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে হাজির হবেন। তার সঙ্গে আছেন জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও মিষ্টি জাহান।

মোহাম্মদ ইকবাল পরিচা🦩লিত এই সিনেমায় অভিনয় করেছেন ওমর সানী, মিশা সওদাগর, রোশান, মিষ্টি জাহান, রাশেদ মামুন অপু, কলকাতার এনিসহ অনেকে। ঈদে মুক্তি পাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘ডেডবডি’। &nbs🐎p;

 

Link copied!