টালিউডের মিষ্টি মেয়ে খ্যত অভিনেত্রী শ্রাবন্তী। মাঝে মধ্যেই এই অভিনেত্রী খবরের শিরোনাম হন নানান বিষয়ে। তবে সেই শিরোনামের বে⛦শি ভাগই 🍎হন বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে।
এবার যা ঘটলো তাতে মুহূর্তেই সেই ঘটনা হলো ভাইরাল। একটি ভিডিওতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, 🅺তারপর কষে চড়! মুখে বলছেন, আমার স🍸ঙ্গে এরকম ব্যবহার করার চেষ্টা একদম করবে না।
তবে এই ভিডিওটি মূলত মজার ছলে তৈরি করেছেন শ্রাবন্তী, বন্ধু মৌমিতার সঙ্গে। ইনস্টাগ্রামে দুজন🐻েই তা শেয়ার করেছেন। আর শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল।
কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলে🧜ছে শ্রাবন্তীর সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। প্রথমবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করছেন তিনি। সঙ্গে বিপরীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ-শ্রাবন্তীকে একসঙ্গে বড় পর্দ🍸ায় দেখবে সবাই প্রায় বছর ২৫ পর।
৬০-এর দশকের ইমার্জেন্সির প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির গল্প। থ্রিলার ঘরনার এই ছবিতে একদম নতুনভাবে দর্শক দেখতে পাবেন শ্রাবন্তীকে। করোনার কারণে পিছিয়ে গিয়েছꦦিল কাবেরী অন্তর্ধানের কাজ। অবশেষে তা মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২০ জানুয়ারি।
ট্রেলারে ইতিমধ্যেই নজর কেড়েছেন। শ্রাবন্তী জানিয়েছেন, খুব চ্যালেঞ্জিং ছিল এই কাজ। এতদিন তাকে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঠিক করে ব্যবহার করতে পারেনি টালিউড, যা কৌশিক করেছেন। ফের কাজ করতে চান পরিচালক কৌশিকের সঙ্গে।